পবা প্রতিনিধি : আগামী ২৯মে রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন অত্র উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খান। তিনি শনিবার দিনব্যাপি হুজুরীপাড়া ইউনিয়নের সরমংলা, কর্ণহার, বেজোড়া, শিশাপাড়া, ডাঙ্গেরহাট, ধর্মহাটা, নওহাটা পৌরসভার পাকুড়িয়া, হড়গ্রাম ইউনিয়ন কুলপাড়া, ঝুজকায়, আলিগঞ্জ, অচিনতলা, বসুয়া, বড়গাছী ইউনিয়নের আমগাছী এলাকায় মোটরসাইকেল প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন ও কেন্দ্র কমিটির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা সহ উপজেলার বিভিন্ন এলাকার গণসংযোগ করেন। সেইসাথে প্রতিটি ভোটারের নিকট ভোট প্রার্থনা করেন।
উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রবিন, অচিনতলা দরবার শরীফ এর সভাপতি দিনার হোসেন,নওহাটা সরকারী ডিগ্রী কলেজের সাবেক উপাধাক্ষ্য আলাউদ্দিন, সাবেক উপাধাক্ষ্য আক্কাস আলী প্রাং, নওহাটা সালেহিয়া দারুল উলম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাব, হোসেন, বড়গাছী স্কুল এন্ড কলেজের মাওলানা ইদ্রিস আলী, সাবেক আওয়ামী নেতা আব্দুল জব্বার, নওহাটা পৌরসভা কৃষক লীগ সভাপতি শাফিকুল ইসলাম শাফি, ৫ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, হরিয়ান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি সুজন কবির, বড়গাছী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল পারভেজ সবুজ, বুলবুল, শাকিল, কৃষক লীগ, ছাত্রলীগ ও সহসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।