শনিবার

১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাগমারার সেই প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা কামাল সংক্ষিপ্ত সংস্কার হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে আগামী জুনে : ড. ইউনূস রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়া উদ্বেগের : গুতেরেস রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন জাতিসংঘ মহাসচিব প্রাথমিকের প্রধান শিক্ষকরা ১০ গ্রেডে ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন ধর্ষণের শিকার সেই শিশুটি আর নেই সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক ও তার স্ত্রীসহ ৪ জনের নামে মামলা ১ লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা-জাতিসংঘ মহাসচিব লালপুরে রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়ে ৫ হাজার কোয়েল পাখির মৃত্যু রাজশাহী নগরীতে অটোরিকশায় যৌনহয়রানি, অভিযুক্ত গ্রেপ্তার

৪০০ উইকেটের মাইলফলকে সাকিব মারতে গেলেন ভক্তকে

Paris
Update : সোমবার, ৬ মে, ২০২৪

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। সোমবার (০৬ মে) ডিপিএলে তামিম ইকবালের প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে এই মাইলফক স্পর্শ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছিলেন আবদুর রাজ্জাক ও মাশরাফি বিন মর্তুজা। সবার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন আবদুর রাজ্জাক। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট স্পর্শ করতে রাজ্জাকের লেগেছিল ২৬৯ ম্যাচ। এ ছাড়া মাশরাফির লেগেছিল ২৮৭ ম্যাচ। ৩০৮ ম্যাচে ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন সাকিব। ফতুল্লায় প্রাইম ব্যাংকের ব্যাটার জাকির হাসানকে ফিরিয়ে ৪০০ উইকেট পূর্ণ করেন শেখ জামালের ধানমন্ডি ক্লাবের সাকিব। সাবেক এই টাইগার অধিনায়কের ৪০০ উইকেটের মাইলফলকের ম্যাচে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করেছে প্রাইম ব্যাংক। ১০ ওভার বল করে ৪২ রান খরচায় দুই উইকেট নিয়েছেন সাকিব।

এদিকে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। মাঠ এবং মাঠের বাইরে আলোচনায় থেকেই তিনি। আরও একবার মাঠের বাইরের ঘটনায় আলোচনায় আসলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে চড় মারতে গেলেন সাকিব। সোমবার (০৬ মে) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছে সাকিবের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচ শুরুর আগে ঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাহ উদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এ সময় হঠাৎ সেলফি তুলতে যান এক ভক্ত। প্রথমবার মানা করেন সাকিব। তবে তার কথা শোনেননি সেই ভক্ত। আবারও সেলফি তুলতে চাইলে মেজাজ হারান সাবেক এই টাইগার অধিনায়ক। তেড়ে গিয়ে সেই ভক্তের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। সেই সঙ্গে ভক্তকে চড় মারতে চান। পরে চড় না মেরে সেই ভক্তকে মাঠ থেকে বের করে দেন।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris