বুধবার

১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপিত

Paris
Update : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

গোমস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাঙ্গালীদের প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩১ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার (১৪ এপ্রিল) সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: কাউসার আলী, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম খাতুন প্রমুখ। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris