স্টাফ রিপোর্টার
একদিনের ব্যবধানে বিভাগীয় শহর রাজশাহীর তাপমাত্রা আরও কমেছে। এদিন রোববার (২৭ জানুয়ারি) রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার (২৭ জানুয়ারি) এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় কনকনে শীতে কাঁপছে রাজশাহী। এদিন সকাল ৯টায় রাজশাহীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর ওপর দিয়ে বেশ কয়েকদিন দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও দুইদিন থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এর ফলে কনকনে শীতে কাঁপছে রাজশাহী। তবে বেলা বাড়ার পর তাপমাত্রা বাড়লেও হিমেল হাওয়ার কারণে ব্যাপক শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডাতে স্কুলে যেতে খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে কোমলমতি শিক্ষার্থীদের। এমন অবস্থায় শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। এছাড়াও শীতজনিত নানা জটিলতায় রোগীদের ভিড় বাড়ছে হাসপাতালে। আর প্রচন্ত শীতের কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমুজুররা। রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দিনের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী উত্তরের জনপদ পদ্মাপাড়ের রাজশাহীতে এখন মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গত ১১ জানুয়ারি রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। এরপর রোববার তা ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এটিই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পূর্বাভাস অনুযায়ী আরও দুই থেকে তিন দিন রাজশাহীর ওপর দিয়ে এমনভাবে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।