পিএসডব্লিউএফ
প্রেস বিজ্ঞপ্তি : প্রফেসনাল সোসাল ওয়ার্কস ফাউন্ডেশনের উদ্যোগে (পিএসডব্লিউএফ) রাজশাহীর উদ্যোগে দরিদ্র প্রতিবন্ধী পরিবারের আয় বৃদ্ধির জন্য ৩টি সেলাই মেশিন ও ১০০টি কম্বল প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপশহরে পিএসডব্লিউএফ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন ও কম্বল বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদ পরিচালনা বোর্ড রাজশাহী জেলা সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। পিএসডব্লিউ এফ রাজশাহীর সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিএসডব্লিউ এফ সহ-সভাপতি সমাজসেবা অধিদপ্তর (অব:) সহকারী পরিচালক জায়তুনা খাতুন, ট্রেজারার সমাজসেবা অধিদপ্তর (অব:) সহকারী পরিচালক খোরসেদা নাসরিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এফডিসিএ
প্রেস বিজ্ঞপ্তি : ফাউন্ডেশন ফর উইমেন এ্যান্ড চাইল্ড এ্যাসিসটেন্ট (এফডিসিএ) এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার নগরীর রাজপাড়া হেলেনাবাদ গার্লস হাই সংলগ্ন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। এ সময় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ওয়াহেদা খানম লিপি, বাংলার জনপদের সম্পাদক প্রকাশক ড. সাদিকুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাগমারা
মচমইল থেকে সংবাদদাতা : সারাদেশে জেঁকে বসেছে শীত। এই শীতে উত্তরাঞ্চলে শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে কয়েকগুন। কনকনে ঠান্ডায় দুর্ভোগে রয়েছেন সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষ। সমাজের অসহায় মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভতির হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক ব্যাংক রাজশাহী শাখা। শনিবার বেলা ১১ টায় রাজশাহীর বাগমারা উপজেলার ধামিন কামনগর মন্দির প্রাঙ্গণে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে পাঁচশতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ব্র্যাক ব্যাংক রাজশাহী শাখা। ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সমরেশ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিভিন্ন সম্প্রদায়ের অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, ব্র্যাক ব্যাংক রাজশাহী শাখার টেরিটরি ম্যানেজার আমির হামজা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক রাজশাহী শাখার ক্রেডিট অফিসার আনারুল ইসলাম. পুঁঠিয়া এরিয়া ম্যানেজার সামসুদ্দীন আল শামিম, পুঁঠিয়া ইউনিট অফিসের রিলেশনশিপ অফিসার সঞ্জিবন কুমার ব্যানার্জি, শাকিলুর রহমান, বাগমারা উপজেলা ইউনিটের রিলেশনশিপ অফিসার সামসুর রহমান রনি, মারুফ ইসলাম মন্ডল, দুর্গাপুর ইউনিটের রিলেশনশিপ অফিসার সাজ্জাদ হোসেন, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের সহ-সভাপতি কৃষ্ণা মন্ডল, ইউপি সদস্য সুকমল প্রামানিক প্রমুখ।