রবিবার

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মনোনয়ন উত্তোলনের পূর্বে বাগমারায় পিতা-মাতার কবর জিয়ারত করলেন এনামুল হক

Paris
Update : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহী-৪(বাগমারা) আসনের তিনবারের সফল সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক চতুর্থবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন উত্তোলন করবেন। মনোনয়ন ফরম উত্তোলনের পূর্বে পিতা-মাতার কবর জিয়ারত করলেন তিনি। শনিবার (১৮ নভেম্বর) ফজরের নামাজ শেষে বাগমারা উপজেলার সাঁকোয়া শিকদারী গ্রামের পারিবারিক গোরস্থানে গিয়ে পিতা-মাতার কবরে দোয়া করেন। এ সময় তাঁর সাথে পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, নিকটাত্মীয়, গ্রামবাসী সহ অনেকে উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার এনামুল হক নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম এমপি নির্বাচিত হয়। এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। টানা তিন মেয়াদে রক্তাক্ত বাগমারাকে করেছেন শান্তির জনপদ। অবহেলিত বাগমারা এখন উন্নয়নের রোল মডেল। নানামুখী উন্নয়নে পাল্টে গেছে অতীত চিত্র। হঠাৎ করে বাগমারায় আসলে অবাক হয়ে পড়েন লোকজন। কোন জায়গা থেকে কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে বাগমারা। বাগমারার উন্নয়নের পেছনে রয়েছিল উপজেলাবাসীর দোয়া, ভালোবাসা আর সমর্থন। এরই মধ্যে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আগামী ৭ জানুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী তফসিল ঘোষণার পর পিতা-মাতার কবর জিয়ারত করতে বাগমারায় ছুটে আসেন তিনবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। ঢাকায় ফিরে স্মার্ট বাগমারা গড়ার লক্ষ্যে চতুর্থ বারের মতো রাজশাহী-৪(বাগমারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম উত্তোলন করবেন ইঞ্জিনিয়ার এনামুল হক।


আরোও অন্যান্য খবর
Paris