মঙ্গলবার

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় জামায়াত নেতাসহ ৭ জন গ্রেফতার

Paris
Update : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

আককাস আলী, নওগাঁ
নওগাঁয় জামায়তের উপজেলা আমীরসহ যুবদলের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদসহ বিএনপির ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত নওগাঁ সদর ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
নওগাঁ থানা এলাকায় গ্রেপ্তার বিএনপির অপর দুই নেতা হলেন, কীর্তিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের নির্বাহী কমিটির সদস্য সোহেল রানা। মান্দা উপজেলায় গ্রেপ্তার অন্য কর্মিরা হলেন, বিএনপি নেতা জাহিদুর রহমান, শফিকুল ইসলাম ও বেলাল হোসেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান সদর থানা এলাকা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নওগাঁ পৌরসভা, জগৎসিংহপুর, রজাকপুর এবং সদর উপজেলার কীর্তিপুর এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি নাশকতার মামলা হয়। গ্রেপ্তার বিএনপির নেতা-কর্মীরা ওই মামলার আসামি। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২২ সালে উপজেলার ফেরিঘাট এলাকায় নাশকতার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে সাপহার উপজেলার জামায়াতের আমীর আবুল খায়ের তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তার আত্মগোপনে থাকা স্থান থেকে তাকে আটক করা হয়েছে এবং নিয়মিত মামলার আসামী দেখিয়ে তাকে নওগাঁ কোর্টে চালান করেছে বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris