সোমবার

১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

রাজশাহীতে ফায়ার সার্ভিস স্টেশনে ককটেল নিক্ষেপ

Reporter Name
Update : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহীর একটি ফায়ার সার্ভিস স্টেশনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৮টার পর নগরীর কাশিয়াডাঙ্গা ফায়ার স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে এতথ্য নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে বৃষ্টি হচ্ছিল। এসময় দুর্বৃত্তরা রাস্তা থেকে ফায়ার স্টেশনের দিকে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি ফায়ার সার্ভিসের একটি জানালায় বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। তিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণের পর থেকে এলাকায় অভিযান চালানো হচ্ছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আরোও অন্যান্য খবর
Paris