স্টাফ রিপোর্টার
নাশকতার মামলায় রাজশাহীর নগরীতে সম্রাট আহমেদ নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর দরগাপাড়া এলাকার নিজ বাসা থেকে বোয়ালিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, গ্রেপ্তার সম্রাট ঠিকাদারি ব্যবসা করেন। এক সময় তিনি জাতীয়পার্টি করতেন। পরে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দেন। বর্তমানে বিএনপি করলেও নগর আওয়ামী লীগের এক নেতার ছত্রছায়ায় থাকতেন তিনি। বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, দুইটি নাশকাতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২৯ অক্টোবর ও গত ১০ নভেম্বর এই দুইটি মামলা দায়ের করা হয়। গত ২৮ অক্টোবর ডাকায় বিএনপির মহাসমাবেশ থেকে আসার পর এ দুইটি নাশকতা ঘটনা ঘটায় তিনি। বিকেল ৫টার দিকে সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে চালান দেওয়া হয়।