শুক্রবার

১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কিশোর গ্যাংদের গ্রেপ্তারের দাবি জানাল আহত শিক্ষার্থীর পরিবার

Paris
Update : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত নবম শ্রেণীর শিক্ষার্থী আরাফাতের হামলাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। রবিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানায় তার পরিবার।

সংবাদ সম্মেলনে তার বড়ভাই হুময়ান কবির রনি বলেন, গত ২৭ অক্টোবর কিশোর গ্যাংয়ের লিডার সিহাবের নেতৃত্বে ১০/১২ জন কিশোর গ্যাংয়ের সদস্যরা আমার ছোট ভাই আরাফাত কে শাহমখদুম থানাধীন নতুন পাড়াস্থ আরডিএ মাঠের সামনে থেকে জোরপূর্ব তুলে নিয়ে দেশীয় জিআই পাইপ, হাতুড়ি, হাসুয়া দিয়ে এলোপাথারী ভাবে আঘাত করে রক্তাক্ত ও গুরুতর জখম করে। পরবর্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। বর্তমানে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। তিনি বলেন, ঘটনার আটটি দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রধান আসামী সিহাব ও তার সহযোগীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এতে করে আমার পরিবারের অন্যান্য সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও উদ্বিগ্নের মধ্যে দিন পার করছি। অবিলম্বে প্রশাসনের কাছে আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, ২৭ শে অক্টোবরের এই ঘটনারপরপরই বিভিন্ন গণমাধ্যমে হামলার শিকার আমার ছোট ভাই আরাফাতকে কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে আমার ভাই কোন কিশোর গ্যাংয়ের সাথে জড়িত নয়। এমন সংবাদ প্রকাশ করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আরোও অন্যান্য খবর
Paris