সোমবার

১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির আভাস

Reporter Name
Update : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

এফএনএস
আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন হতে পারে তার পূর্বাভাস জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী কয়েকদিন দেশের কোনো কোনো এলাকায় বৃষ্টির সম্ভাবনাও জানিয়েছে তারা। গতকাল শুক্রবার সকাল ৯টায় প্রকাশিত ও আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে। ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী তিন দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল শুক্রবার পঞ্চগড়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris