সোমবার

১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

সাংবাদিক মামুনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

নাচোল থেকে প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি নাচোলের  ছেলে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ওই মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে নাচোলে সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক এর আয়োজনে গত সোমবার সকাল সাড়ে ১০টায় নাচোল বাসস্ট্যান্ডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্যযে, গত ২৩ জুলাই দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন “বর্তমান এমপি বাদের তালিকা হবে দীর্ঘ” শীর্ষক একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ৩০ জুলাই ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্যের পক্ষে জনৈক প্রভাত সাহা, সাংবাদি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঠাকুরগাওয়ের সিনিয়র  জুডিশিয়াল কোর্টে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরই প্রতিবাদে নাচোলে মানবন্ধনে সাংবাদিক আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, সাংবাদিক আব্দুস সাত্তার, এমএকে. জিলানী, নূরুল ইসলাম বাবু, শহিদুল ইসলাম, অলিউল হক ডলার,আসাদুল্লাহ আহম্মেদ, বিএম.রুবেল, নাহিদ হোসেন ও জহিরুল ইসলাম এবং সচেতন নাগরিক সমাজের পক্ষে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।


আরোও অন্যান্য খবর
Paris