সোমবার

১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

করোনায় বন্ধ চারটি ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি

Reporter Name
Update : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের সময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বন্ধ হওয়া চারটি সাটল ট্রেন আবারও চালুর দাবিতে রেলমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে নাগরিক কমিটি। বন্ধ ট্রেন চালু ছাড়াও ঢালারচর ট্রেনের গন্তব্য চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
নাগরিক কমিটির নেতারা বলেন, দীর্ঘদিন ধরেই অবহেলিত হয়ে পড়ে আছে চাঁপাইনবাবগঞ্জের রেল ব্যবস্থা। রেল যোগাযোগকে আরো প্রসারিত করতে রেলপথ মন্ত্রণালয় কোন উদ্যোগ নিচ্ছে না। এছাড়া আন্তঃনগর ট্রেন পদ্মা ও ধুমকেতুর সংযোগ হিসেবে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত দুই জোড়া সাটল ট্রেন চালু থাকার পর করোনকালীন সময় থেকে এখন পর্যন্ত ট্রেনগুলো আর চালু হচ্ছেনা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও দীর্ঘদিন ধরে ট্রেনগুলো চালু করা হয়নি। রেলপথ মন্ত্রণালয়কে বিষয়টির দ্রুত সমাধান করতে হবে। স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির উপদেষ্টা ও নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান, নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহম্মেদ বাদশা, সদস্য সচিব মুনিরুজ্জামান মুনির প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris