বুধবার

১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নাচোলে ভস্মিভূত বাড়ি পরিদর্শনে ইউএনও

Paris
Update : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

নাচোল থেকে প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়া বাড়ি পরিদর্শণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।

নাচোল পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার ও ভস্মিভূত বাড়ির মালিক বারেকের বউমা সালেহা আক্তার জানান, গত শনিবার ভোর ৪টার দিকে ঘরের মধ্যে আগুন দেখে প্রতিবেশীরা চিৎকার করতে থাকে। প্রতিবেশীরা নাচোল ফায়ার সার্ভিসকে খবর দেয়। গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের দল আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ওই বাড়ির মালিক মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল বারেক ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। বর্তমানে বারেকের ছেলের স্ত্রী ও তার মেয়ে বর্ষা খাতুন খোলা আকাশের নীচে বসবাস করছে। বারেকের মেয়ে বর্ষা খাতুন(২৩) জানায়, আগুনে পুড়ে ঘরের খাবার, কাপড় চোপড় পুড়ে ছাই হয়ে গেছে, একেবারে খাবার ও পরনের কোন কাপড় চোপড় নাই। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন ভস্মিভূত বাড়ি পরিদর্শণ করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris