প্রেস বিজ্ঞপ্তি
গতকাল সোমবার বিকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে মাদককে “না ” এই প্রতিপাদ্য নিয়ে মাদক বিরোধী পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর এর আয়োজনে মহিষবাথান চ্যাম্পিয়ন্স লীগ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ট্রফি প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল হক সেন্টু, সাধারণ সম্পাদক রাজশাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, তানজির হোসেন দুলাল, সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ মঞ্জুর মোর্শেদ চুন্না, বিশিষ্ঠ সমাজসেবক জুলফিকার হায়দার সুজন, মো: মিঠু সহ অন্যান্য অতিথিরা। খেলায় মামুন একাদশ পারভেজ একাদশকে ২-১ গোলে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ ফিরোজ নির্বাচিত হন।