রবিবার

১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

সোনামসজিদে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের যৌথ সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে অবকাঠামোগত উন্নতির ও ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে দুই দেশের ব্যবসায়ীদের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত যৌথ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনামসজিদ স্থলবন্দর পরিচালনা কমিটির সভাপতি আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া, পুলিশ সুপার ছাইদুল হাসান ও সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ, সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী সাহাবুদ্দীন ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ প্রমূখ। এদিকে ভারতীয় ব্যবসায়ীদের বক্তব্য রাখেন, মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কার্যকারী কমিটির সভাপতি ফয়জুর রহমান। সভায় সোনামসজিদ স্থলবন্দরে অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করা হয়।

 


আরোও অন্যান্য খবর
Paris