প্রেস বিজ্ঞপ্তি
‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (১৭ সেপ্টেম্বর) নগর ভবনে আলোচনা সভা, ১৯ ও ২০নং ওয়ার্ডে তাৎক্ষণিক সেবা প্রদান কর্মসূচিসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিত পালন করা হয়। দিবসটির কর্মসূচিতে আরো ছিল ৪০টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কার্যক্রমের ছবি সম্বলিত ব্যানার এবং নগর ভবনে ড্রপডাউন ও স্ট্যান্ড ব্যানার প্রদর্শন ইতাদি। আগামী ১৯ সেপ্টেম্বর রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত র্যালিতে অংশ নিবে রাসিক। র্যালির জন্য প্রদান করা হবে ক্যাপ। বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সরিৎ দত্ত সভাকক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। সভাপতির বক্তব্যে ড. এবিএম শরীফ উদ্দিন বলেন, সারাদেশে প্রথম বারের মত এ দিবসটি পালন করছে সরকার। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরও সম্পৃক্ত করতেই স্থানীয় সরকার দিবস জাতীয়ভাবে পালন করা হচ্ছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি আরও বৃদ্ধি করতে এ দিবস পালন করা হচ্ছে। দেশের অগ্রগতি ও দেশ পরিচালনায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সভায় বক্তব্য দেন রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ। সভায় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিসুল হক, রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী ওয়াসা
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী ওয়াসার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদযাপিত হয়েছে। সেই লক্ষ্যে রোববার সকাল ১০টায় ওয়াসা ভবন চত্বরে সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী এই মেলার কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ওয়াসার বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী এম শামীম উজ জামান বসুনিয়া, পিইঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ওয়াসা বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন ) এস. এম তুহিনুর আলম, উপ-ব্যবস্থাপনা পরিচাল (প্রকৌশল) মোঃ আল্লা হাফিজ, রাজশাহী ওয়াসা বোর্ডের সদস্য আব্দুল মোমিন ও শিবলী নোমান, প্রধান প্রকৌশলী মোঃ পারভেজ মামুদ, সচিব রবমান হোসেনসহ ওয়াসার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।