রবিবার

১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

ইউসেপ মোমেনা বখ্শ টেকনিক্যাল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Reporter Name
Update : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

ইউসেপ মোমেনা বখ্শ টেকনিক্যাল স্কুলের উদ্যোগে ইউসেপ রাজশাহী অঞ্চল কর্তৃক আয়োজিত এসএসসি ভোকেশনাল ২০২৩ পরীক্ষায় ইউসেপ মোমেনা বখশ টেকনিক্যাল স্কুলের ১০০% উত্তীর্ণ ও জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে নগরীর হড়গ্রাম ইউসেপ মোমেনা বখ্শ টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। অনুষ্ঠানে কৃতি শিক্ষাথীদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সুবিধা বঞ্চিত ও অনগ্রসর শ্রমজীবী, বস্তিবাসী শিশু কিশোর-কিশোরী এবং যুবদের বিভিন্ন ট্রেডের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে তাদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে প্রশংসনীয় ভুমিকা পালন করছে। দক্ষ মানব সম্পদ ও জাতীয় অর্থনেতিক উন্নয়নে ইউসেপ বাংলাদেশের অবদান অনস্বীকার্য উল্লেখ করেন তিনি। স্বাগত বক্তব্য দেন ইউসেফ রাজশাহীর রিজিওনাল ম্যানেজার মোঃ শাহিনুল ইসলাম। হেড অব টেকনিক্যাল স্কুল মোঃ আব্দুল্লাহ আল কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উইমেন এন্ট্রিপিনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) রাজশাহী সভাপতি আঞ্জুমান আরা খাতুন লিপি, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আমিনুল ইসলাম।


আরোও অন্যান্য খবর
Paris