রবিবার

১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

বিএনপির রোড মার্চ সফল করতে রাজশাহীতে সংবাদ সমেম্মলন অনুষ্ঠিত

Reporter Name
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

আজ রোববার রাজশাহী বিভাগীয় রোড মার্চ অনুষ্ঠিত হবে। এই রোড মার্চ সফল করতে গতকাল শনিবার দুপুর ২টায় রাজশাহী বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন। তিনি বলেন, তরুনরাই পারে বাংলাদেশকে নতুন করে বিনিমার্নে। এ লক্ষ নিয়ে বাংলার রাখাল রাজা বিএনপি’র প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল গঠন করেছিলেন। এভাবে পর্যায়ক্রমে যুবদল ও স্বেচ্ছাসেবকদল সহ অন্যান্য দল গঠন করেন। তরুনদের মূল্যায়নের মাধ্যমে যুদ্ধবিধস্ত বাংলাদেশকে বিনিমার্ণে কাজ শুরু করেছিলেন।

যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন এর সঞ্চালায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা,  রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশীদ, জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ  মহসিন ও গোলাম মোস্তফা মামুন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিুটু।


আরোও অন্যান্য খবর
Paris