প্রেস বিজ্ঞপ্তি
সকল আদিবাসী পরিবারে এবং তাদের কৃষিকাজে ভর্তুকি মূল্যে সোলার বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। আদিবাসী কৃষকদের কৃষি উপকরণ ও সেচের পানি নিশ্চিত করা। কৃষি কাজে রাষ্ট্রীয়ভাবে বিশেষ প্রনোদনা চালু করা। বিদ্যুত ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আদিবাসী জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে সংলাপ ও আলাপ আলোচনার পদক্ষেপ গ্রহণ করতে হবে। আন্তর্জতিক অদিবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে গোদাগাড়ীর নবাইবটতলা এলাকায় আয়োজিত নবায়নযোগ্য জ¦ালানীর মডেল প্রদর্শনি ও সমাবেশে বক্তারা এসব দাবি জানান। পরিবর্তন, ক্লিন এবং বিডাব্লুজিইিডির যৌথ উদ্যোগে সমাবেশে সভাপতি ছিলেন সমাজকর্মী ইয়াসমিন মারন্ডি। সমাবেশে বক্তব্য দেন, বেঞ্জামিন হাসদা, সোনিয়া সরেন, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন ও প্রোগ্রাম অফিসার সোমা হাসান। বক্তারা আরো বলেন আদিবাসীদের উন্নয়ন ও অধিকারের বিষয়টি তাদেরই দৃষ্টি দিয়ে দেখতে হবে। রাজশাহীর গোদাাগাড়ীতে সেচের পানি না পেয়ে বিষপানে আত্মহত্যা করা অভিনাথ মার্ডি ও রবি মার্ডির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।