রবিবার

১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

আজিমনগর স্টেশনে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস’র বিরতির দাবীতে বিক্ষোভ, ভাংচুর

Reporter Name
Update : সোমবার, ৫ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার, লালপুর

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বিরতির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে এলকাবাসী। এসময় ট্রেন অবরোধ সহ স্টেশনের টিকেট কাউন্টারের জানালার গ্লাস ভাংচুর করেন বিক্ষোভ কারীরা। এঘটনায় নাদিম (৩৩),শরিফুল ইসলাম সজিব (৩৮), মমিন (২৫), রিজুয়ান (১৮) নামের ৪ জন যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (০৪ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশন চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনেটি প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে রাখা হয়। আর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির বিরতি  চেয়ে স্লোগান ও বিক্ষোভ করতে থাকে বিক্ষোভকারীরা। এছাড়া খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনেটি আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকার বাহিরে প্রায় ২৫ মিনিট যাত্রা বিরতি দেয়। তবে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি রেল লাইনে দাঁড়িয়ে লাল নিশানা নিয়ে থামানোর চেষ্টা করলে ওই ট্রেনটি দ্রুত গতিতে চলে যায়। এসময় প্রাণে রক্ষা পান বিক্ষোভকারীরা। পরে স্টেশন ভবনের টিকেট কাউন্টারের জানালার গ্লাস ভাংচুর করে তারা। স্থানীয় থানা ও ঈশ্বরদী জি,আরপি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানববন্ধনে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও গোপালপুর ডিগ্রি পাস অনার্স কলেজর অধ্যক্ষ বাবুল আকতার,নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া উত্তরবঙ্গ আখচাষী সমিতির সভাপতি সাবেক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,নাটোর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,আখচাষী নেতা আনছার আলী দুলাল উপস্থিত ছিলেন। লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এবিষয়ে ঈশ্বরদী জি,আরপি থানার ওসি মিহির রঞ্জন দেব বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

 

 

 


আরোও অন্যান্য খবর
Paris