বৃহস্পতিবার

২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

২৯ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

Paris
Update : শুক্রবার, ২ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার

গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন থেকে ৬ জুলাই মোট ২৯ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাস আগামী ৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে, অফিস ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। তবে অতি জরুরি বিভাগ যেমন- পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরাব্যবস্থা, টেলিফোন প্রভৃতি যথারীতি নিয়মে চালু থাকবে বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অত্যাবশ্যকীয় অফিস যথা- উপাচার্য দপ্তর/উপ-উপাচার্য দপ্তর/কোষাধ্যক্ষ দপ্তর/রেজিস্ট্রার দপ্তর/আবাসিক হল/ছাত্র-উপদেষ্টা দপ্তর/প্রক্টর অফিস/জনসংযোগ দপ্তর/পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর/হিসাব অফিস/প্রকৌশল দপ্তর/পরিবহন দপ্তর/স্টুয়ার্ড শাখা ২৫ জুন থেকে ৫ জুলাই নূন্যতম প্রয়োজনীয় জনবলে রোস্টার ডিউটিতে চলবে। রোস্টার ডিউটির অফিস সময়সূচি হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

 


আরোও অন্যান্য খবর
Paris