শনিবার

২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তানোরে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন মারপিট হামলা আহত সদস্য সচিব

Paris
Update : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

আব্দুস সবুর, তানোর
রাজশাহীর তানোরে কলমা ইউপির যুবদলের ওয়ার্ড গঠনের পর পুনরায় কমিটি গঠন নিয়ে মারপিট ও হামলার ঘটনা ঘটেছে। হয়েছে। গত বুধবার কলমা ইউপি বিএনপির সভাপতি মুস্তাফিজুরকে পেটায় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান। অপরদিকে উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ মুন্সী রাজশাহীর বাটার মোড়ে পেটায় যুগ্ন আহবায়ক মাহফুজকে। এর জেরে মাহফুজ প্রথম রোজায় কামারগাঁ ইউপির হাতিশাইল মোড়ে মাহফুজ অনুসারীরা শরিফ মুন্সীকে পিটিয়ে হাত হাত ভেঙ্গে দেয়। এঘটনার পর থেকে শরীফ মুন্সী আহত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এতে করে তৃনমুলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, সেই সাথে এধরনের মারপিটের জন্য অবশরপ্রাপ্ত সাবেক মেয়র মিজান অনুসারীদের দায়ী করছেন তৃনমুল যুবদল। ফলে রমজান মাসে এমন মারপিটে চরম বিব্রত কর পরিস্থিতি দেখা দিয়েছে।
জানা গেছে, নিয়ম মেনে উপজেলার কলমা ইউপির ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করা হয়। কিন্তু রমজান মাসে হঠাৎ করে সাবেক মেয়র মিজান অনুসারীরা কলমা ইউপিতে কমিটি গঠন করা শুরু করেন। গত বুধবার কলমা ইউপির মালবান্ধা এলাকায় কমিটি গঠনের সময় আগের কমিটি বাধা দেয়। শুরু হয় মারপিট ধাওয়া পাল্টা ধাওয়া। এরই জেরে কলমা ইউপির বিএনপির সভাপতি মুস্তাফিজুরকে পেটায় যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান। তিনি জানান, আমাদের অভিভাবক মেজর শরিফ উদ্দিনের কথামত ভোটের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড কমিটি করা হয়েছে। প্রতিটি কমিটিতে উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তুজা ও সদস্য সচিব শরিফ মুন্সীর সাক্ষর রয়েছে। কিন্তু হঠাৎ করে মুস্তাফিজুর সাবেক মেয়র মিজান অনুসারীদের নিয়ে পুনরায় কমিটি গঠন শুরু করেন, যা গঠনতন্ত্র বিরোধী। গত বুধবার মালবান্ধা এলাকায় কমিটি গঠনের আগে মুস্তাফিজুর মেজর শরিফ সম্পর্কে বাজে মন্তব্য করার কারনে তৃনমূলোর কর্মীরা পেটায়। গত ইউপি ভোটে যারা আওয়ামীলীগের দালালি করেছে তাদেরকে নিয়ে কমিটি গঠন করা শুরু করেছেন। দলে ডব সময় কিভাবে দ্বন্দ্ব বিভেদ তৈরি হয় সেটা নিয়ে ব্যস্ত তারা। কলমা ইউপি বিএনপির সভাপতি মুস্তাফিজুর জানান, নিয়ম মেনে কমিটি করা হয়েছে। তাদের পছন্দের ব্যক্তিদের না নেওয়ায় মারপিট হয়নি ধাক্কাধাক্কি হয়েছে। উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহফুজ জানান, আমি প্রচন্ড ব্যস্ত আছি এসব নিয়ে স্বাক্ষাতে কথা বলা হবে। আহবায়ক গোলাম মুর্তুজা ও সদস্য সচিব শরীফ মুন্সীকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেন নি। এদিকে রমজানের আগে তানোর পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন শুরু করেন আহবায়ক সাইদির। আহবায়ক কমিটির সভা না দিয়ে নিজে মনগড়া ভাবে কমিটি গঠব শুরু করেন। এঘটনায় পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা বাধা প্রদান করে জেলা ও উপজেলা যুবদলের নেতাদের মৌখিক ভাবে অভিযোগ করেন। তবে সাবেক মেয়র মিজানুর রহমান জানান, আগে কমিটি গঠন হয় বিএনপির নেতাদের নিয়ে, আর এখন যেটা হচ্ছে সেটাই সঠিক। জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এসব ঘটনায় জেলা যুবদলকে লিখিত ভাবে অভিযোগ দিয়েছে, দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris