শনিবার

১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এবার কাবুলিওয়ালা হচ্ছেন মিঠুন চক্রবর্তী

Reporter Name
Update : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

এফএনএস
রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গল্পকে সামনে রেখেই সিনেমার গল্প সাজাচ্ছেন পরিচালক সুমন ঘোষ। জোর দিচ্ছেন কাস্টিং এও। যদিও এখনও কাস্টিং তালিকা ঠিক হয়নি। ছবি প্রযোজনার দায়িত্বে থাকছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ‘কাবুলিওয়ালা’ নিয়ে এক্সাইটেড মিঠুন চক্রবর্তী। সম্প্রতি ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো এ তিনি সংবাদ মাধ্যমকে এ খবর দেন। নিজের প্রস্তুতি যেমন শুরু করছেন তেমনই গল্পও বারবার ঝালিয়ে নিচ্ছেন মহাগুরু। মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত ‘প্রজাপতি’ সুপারহিট। বক্স অফিসে ভালো ব্যবসা যেমন দিয়েছে দেবের প্রযোজনা সংস্থার এই সিনেমা, তেমনই প্রাণভরে এই সিনেমার স্বাদ নিয়েছে দর্শক। বাবা-ছেলের সম্পর্কের এই গল্প দেখতে হল ভরিয়ে দিয়েছে দর্শক। খুব শিগগিরই ১০০ দিন পার করবে এ সিনেমা। ‘কাবুলিওয়ালা’ এর পরিচালক সুমন ঘোষের সঙ্গে এর আগে ‘নোবেল চোর’ সিনেমাতে কাজ করেছেন মিঠুন চক্রবর্তী। সেই ছবিও পছন্দ করেছিল দর্শক। দীর্ঘ ১১ বছর পর আবারও সুমন ঘোষের ছবিতে মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে, কলকাতা ছাড়াও লাদাখ এবং আফগানিস্তানে ছবির শ্যুটিং হবে। যদিও শুটিংয়ের তারিখ এখনও চূড়ান্ত নয়।

 


আরোও অন্যান্য খবর