রবিবার

১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারের ঘটনায় রাবিসাসের উদ্বেগ

Reporter Name
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
স্বাধীনতা দিবসে দ্রব্যমূল্য নিয়ে সংবাদের জেরে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। একইসঙ্গে অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বুধবার (২৯ মার্চ) রাবিসাসের সভাপতি তৌসিফ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের লাঞ্ছিত, হুমকি ও মারধরসহ নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। সর্বশেষ সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মামলা ছাড়াই কাউকে তুলে নেওয়া উদ্বেগজনক। যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাঁধা এবং স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী।’

 


আরোও অন্যান্য খবর
Paris