শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজশাহী কলেজে বাংলা বিশারদ মহোৎসব

Paris
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
‘মাতৃভাষা আমাদের অহংকার, বাংলা ভাষা হোক সবার’ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাবের উদ্যোগে বাংলা ভাষা ও সাহিত্য, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ‘বাংলা বিশারদ-১৪২৯’ এর মহোৎসব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাজশাহী শহরের দশটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০টি দল অংশগ্রহণ করে। ‘বাংলা বিশারদ’ প্রতিযোগিতার এটি পঞ্চম আয়োজন। নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত ৬০টি দল ১৬টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এবং প্রতিগ্রুপ থেকে বিজয়ী ১৬টি দল ২য় রাউন্ডে উন্নীত হয়। ফাইনালে উন্নীত হয় ৪টি দল। দলগুলো হলো রাজশাহী কলেজ দ্বাদশ মানবিক, রাজশাহী কোর্ট কলেজ (সুরমা), রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগ ও বরেন্দ্র কলেজ। চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রাজশাহী কলেজ পরিসংখান বিভাগ। দ্বিতীয় স্থান অধিকার করে যুগ্মভাবে রাজশাহী কলেজ দ্বাদশ মানবিক ও রাজশাহী কোর্ট কলেজ (সুরমা) দল। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: আব্দুল মজিদ আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান ও উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ও স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাবের উপদেষ্টা কে. এম মাহফুজুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান বলেন- পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পারদর্শী হয়ে উঠতে হবে। এজন্য চাই নিরন্তর অনুশীলন। ‘বাংলা বিশারদ’ প্রতিযোগিতা শিক্ষার্থীদের সেই অনুশীলনের সুযোগ করে দেওয়ায় তিনি এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। অধ্যক্ষ মহোদয় বলেন শিক্ষার্থীদের বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে ‘বাংলা বিশারদ’ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিবারের ন্যায় এ বছরও সফলভাবে এ প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি পরিসংখ্যান বিভাগ ও স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাবের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আরোও অন্যান্য খবর
Paris