শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যাদের জন্য রসুন খাওয়া বিপজ্জনক

Paris
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

এফএনএস : রসুন খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। আয়ুর্বেদেও রসুনকে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে বিবেচিত। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ উপকারী রসুন। তবে কিছুকিছু মানুষের রসুন থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত। এ বিষয়ে ভারতের উত্তর প্রদেশের আলীগড় আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সরোজ গৌতম জানান, রসুনের অনেক ওষুধি গুণ আছে, যা স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
শীতকালে রসুন খুবই উপকারী, তবে গরমেও এটি খেতে পারেন। তবে পরিমাণ কমাতে হবে। আর যারা উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক ও পেটে জ¦ালার সমস্যায় ভুগছেন তাদের রসুন খাওয়া উচিত নয়। এতে করে রক্তচাপ দ্রুত বৃদ্ধি পেতে পারে যা অনেক সময় হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়। এ ছাড়া রসুন খেলে গ্যাস, অ্যাসিডিটি ও পেটে জ¦ালাপোড়াও বাড়তে পারে।আবার পাতলা পায়খানা হলেও রসুন খাওয়া এড়িয়ে চলতে হবে। এ ছাড়া উচ্চ কোলেস্টেরল রোগীদের জন্যও রসুনকে ক্ষতিকারক বলে মনে করা হয়। আপনি যদি এই সমস্যাগুলো থাকা সত্ত্বেও রসুন খেতে চান তাহলে পরিমাণের দিকে খেয়াল রাখুন। সূত্র: প্রেসওয়ার ১৮


আরোও অন্যান্য খবর
Paris