মঙ্গলবার

১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রশিক্ষণের মাধ্যমে বৈধভাবে অভিবাসনে যেতে গমনেচ্ছুদের প্রতি আহ্বান ডিসির

Paris
Update : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

স্টাফ রিপোর্টার
সোনার হরিণের খোঁজে অবৈধভাবে বিদেশ গিয়ে জীবন নষ্ট না করার জন্য বিদেশ গমনেচ্ছুদের প্রতি পরামর্শ দিয়ে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, বিদেশ গমনেচ্ছু কর্মীরা তাদের গন্তব্য সম্পর্কে না জেনে, চাকরির ধরন না বুঝে ভালো ভবিষ্যতের সন্ধানে বিদেশে পাড়ি জমায়। তাদের ঘর-বাড়ি, জমি-জমা বিক্রি করে দালালের হাতে টাকা তুলে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যায়। অথচ তারা সঠিকভাবে জানে না, কোথায় চাকরি হবে অথবা কত বেতন এবং কী সুবিধা তারা পাবে। এক্ষেত্রে তিনি সঠিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বৈধভাবে বিদেশ যেতে গমনেচ্ছুদের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিদেশ যেতে আগ্রহীদের যথাযথ প্রক্রিয়ায় বৈধভাবে বিদেশে যাওয়ার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, সরকার এখন কারিগরি প্রশিক্ষণের ওপর অনেক বেশি জোর দিচ্ছে। কারণ কারিগরি প্রশিক্ষণ নিয়ে একজন মানুষ দক্ষ হয়ে বিদেশ গেলে তা নিজের এবং দেশের জন্য অনেক বেশি সম্ভাবনার দ্বার খুলে দেয়। একইসঙ্গে অভিবাসন নিরাপদ হয়, অধিকারও সংরক্ষিত হয়। এছাড়াও দক্ষ মানুষ বিদেশে গেলে রেমিটেন্সের প্রবাহ এমনিতেই বেড়ে যায়। তিনি আরো বলেন, এক্ষেত্রে বিদেশে চাকরি প্রত্যাশীদের অবশ্যই ডিজিটাল কেন্দ্রে নাম নিবন্ধন করতে হবে। এর পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সেই বিষয়ে জানতে হবে । সরকার ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে। বৈধভাবে বিদেশে যাওয়ার জন্য বিদেশে চাকরি প্রার্থীরা সেখান থেকে ঋণ নিতে পারেন। রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস রাজশাহীর সহকারী পরিচালক মোহা. আব্দুল হান্নান। রাজশাহী টিটিসি’র প্রশিক্ষক শামীমা ডেইজি’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী টিটিসি’র অধ্যক্ষ মো এমদাদুল হক, রাজশাহী মহিলা টিটিসি’র অধ্যক্ষ শফিকুল ইসলামসহ বিদেশ গমনেচ্ছু ব্যাক্তিবর্গ ও বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে বক্তাগণ নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। উল্লেখ্য, “থাকবো ভালো, রাখবো ভালো দেশ” “বৈধপথে প্রবাসী আয়-গড়বো বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris