ভোটারদের ভয়ভীতি দেখানোয় গোমস্তাপুরে দুই চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনে ভোটারদেরকে ভয়ভীতি-হুমকি দেখানো ও উসকানিমূলক বক্তব্য দেয়ায় দুই আওয়ামীলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা এবং গোমস্তাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডলকে এই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
কারণ দর্শানোর নোটিশ থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা সভায় অন্য দল ও মতের কোনো ভোটারকে ভোটকেন্দ্রের উপস্থিত না হতে গোমস্তাপুর উপজেলার চেয়ারম্যান হুমায়ূন রেজা ও গোমস্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল বক্তব্য দেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচারণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) ও(ঙ) পরিপন্থী।
সোমবার (৩০ জানুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান। মুঠোফোনে তিনি বলেন, গত কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে একটি নির্বাচনী প্রচারণায় তারা (দুই আ.লীগ নেতা) অন্যান্য দল-মতের ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য ভয়ভীতি দেখিয়ে বক্তব্য দেন। তিনি আরও বলেন, তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য ও হুমকি প্রদান করেন। এর একটি ভিডিও পাওয়া গেলে অভিযুক্ত ২ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। চিঠি প্রাপ্তির ৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে তাদেরকে বলা হলেও একজন জবাব দিয়েছেন। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা মুঠোফোনে বলেন, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর আমি জবাব দিয়েছি। তবে এবিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
আরও খবর
- জুনের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ
- মৃত্যুর আগে যে ইচ্ছে পূরণ করতে চান মৌসুমী
- ইসলাম ধর্ম গ্রহণের খবর দিলেন জনপ্রিয় অভিনেতা ডিসেনা
- বেপরোয়া তাইওয়ানের প্রেসিডেন্ট!
- বিনামূল্যে আটার জন্য ২ জন নিহত
- পারমাণবিক অস্ত্রের শক্তি প্রদর্শনে মহড়া শুরু রাশিয়ার
- ওয়ান ইলেভেনের কুশীলবরা আবার সক্রিয় : তথ্যমন্ত্রী
- ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলা মুক্ত সেবা দানের নির্দেশ প্রধানমন্ত্রীর
- বড় জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
- বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী জেলা পরিষদ
- মোহনপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল সরকার
- পবায় পুকুর সংস্কারে চাঁদা দিতে অস্বীকার করায় থানায় অভিযোগ
- নওগাঁয় ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন
- সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারের ঘটনায় রাবিসাসের উদ্বেগ
- মানবতার ফেরিওয়ালা আহসান হাবীব