শনিবার

২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুয়েটের শিক্ষার্থীদের বছরে এক লক্ষ টাকা বৃত্তি প্রদানে চুক্তি

Paris
Update : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর গরীব-মেধাবী শিক্ষার্থীদের প্রতি বছর এক লক্ষ টাকা বৃত্তি প্রদানের লক্ষে আমেরিকার “নজরুল এন্ড ফাতেমা স্কলারশীপ ট্রাস্ট” এবং রুয়েট-এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ১২ টায় ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে রুয়েটের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন এবং “নজরুল এন্ড ফাতেমা স্কলারশীপ ট্রাস্ট ” এর পক্ষে ড. এম. নজরুল ইসলাম এই চুক্তি স্বাক্ষর করেন। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কম্পোট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. তৌহিদ আরিফ খান চৌধুরী, সংস্থাপন শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. আরিফ আহম্মেদ চৌধুরী, রুপালী ব্যাংক রুয়েট শাখার ব্যবস্থাপক মো. সেতাউর রহমান খান, ড. এম. নজরুল ইসলাম এর সহধর্মিণী ফাতেমা সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আরোও অন্যান্য খবর
Paris