বুধবার

২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-কাতার ১০ চুক্তি সই গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ি এজাজুল হক ঝাবু গ্রেফতার রাজশাহীতে বৃষ্টির জন্য কোথাও ইসতিসকার নামাজ আদায় আবার কোথাও ব্যাঙের বিয়ে রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে প্রতারণার ক্লু ধরে শিক্ষা উপবৃত্তির টাকা আত্মসাত চক্রের মুল হোতসহ ৮ জন গ্রেফতার রাজশাহীর ঢাকা বাসস্ট্যান্ডে এভারগ্রীণ’র দখল করে নির্মাণাধীণ কাউন্টার উচ্ছেদ করলো আরডিএ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার করা হলে বিশ্ব রক্ষা পেতো : প্রধানমন্ত্রী শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পানির তীব্র সংকট, ভোগান্তিতে রোগী-স্বজনরা নিয়ামতপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড রাজশাহীতে নারীর মোবাইল ফোন-ব্যাগ ছিনতাই, তিন ছিনতাইকারী গ্রেফতার

বাগমারায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

Paris
Update : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় প্রতিবন্ধী ও শারীরিক অক্ষম ২৯ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি সকাল ১০ টায় হুইল চেয়ার বিতরণ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপ¯ি’ত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় ¯’ায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি তাঁর বক্তেব্যে বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। জনগনের কল্যাণে সর্বদায় কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের অসহায় প্রতিবন্ধী ও শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। কাউকে পিছনে ফেলে নয় সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলেছে আওয়ামী লীগ সরকার। শারীরিক সমস্যাগ্রস্ত কোন ব্যক্তি যেন পরিবারের বোঝা না হয়ে থাকে সে দিকে বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে। শারীরিক ভাবে অক্ষম সকল ব্যক্তিকে নানামুখী সুবিধার মাঝে এনেছে সরকার। প্রতিবন্ধী বা শারীরিক অক্ষম কোন ব্যক্তির যেন গতি বন্ধ না হয় সে জন্য হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে। হুইল চেয়ারে শারীরিক অক্ষম ব্যক্তিরা চলাচল করতে পারবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, ইউনিয়ন সমাজকর্মী আব্দুল মতিন, ইদ্রিস আলী, অফিস সহায়ক হুমায়ন কবীর প্রমুখ।

 


আরোও অন্যান্য খবর
Paris