শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জননেতা মাদার বখশ্’র মৃত্যুবার্ষিকী পালিত

Paris
Update : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
অবিভক্ত বাংলার প্রাদেশিক আইন পরিষদ সদস্য, মহান ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিষ্ঠাতা জননেতা মাদার বখশ্ এর ৫৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় রাজশাহী প্রেসক্লাবে এক স্মরণ সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ সভার আয়োজন।
এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি ও মাদার বখশ্ এর নাতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ- দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার। সভায় মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, বিটিসি নিউজের সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, আইন বিষয়ক সম্পাদক হোসনে আলী পেয়ারাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। স্মরণ সভায় উপস্থিত ছিলেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য মাজেদুর ইসলাম, বোয়ালিয়া থানা কমিটির আহবায়ক সাগর নোমানী, সাবেক রাসিক কাউন্সিলর ফারজানা হক, রায়হান ফেরদৌস, দৈনিক সময়ের কাগজ ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার স্টাফ রিপোর্টার অভিলাষ দাস তমাল, উত্তরকোণ ও দখিনের ক্রাইম পত্রিকার স্টাফ রাতুল সরকার, ইফফাত আরা, প্রকৌশলী রুকাইয়া চৌধুরী, ডা. সানজিদা ইসলাম প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris