শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Paris
Update : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তরে অনুষ্ঠিত হলো ডিসেম্বর ২০২২ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা। রোববার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় আরএমপি সদরদপ্তরে, ডিসেম্বর ২০২২ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১৩ জন কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।
সম্মাননা স্মারকপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো: নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম বিভাগ), মো: রফিকুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড মিডিয়া), মো: আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা), উৎপল কুমার চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (লজিস্টিকস), মো: সোহেল রানা, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া মডেল থানা), মো: ফরিদ হোসেন, অফিসার ইনচার্জ (পবা থানা), মো: মইনুল বাশার, পুলিশ পরিদর্শক (চন্দ্রিমা থানা), মো: আব্দুর রফিক, পুলিশ পরিদর্শক (মেট্রোকোর্ট), মীর মো: আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক (সিটিএসবি), এম এস মাহমুদ আলী, সার্জেন্ট (ট্রাফিক বিভাগ), কিংকর লাল মন্ডল, এসআই, বোয়ালিয়া মডেল থানা, মোহা: সাহাবুল ইসলাম, এসআই, পবা থানা, মো: আখেরুল ইসলাম, এএসআই, বোয়ালিয়া মডেল থানা।
অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন প্রমুখ।

 


আরোও অন্যান্য খবর
Paris