বৃহস্পতিবার

২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজশাহীতে বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলা সমাপ্ত হলো

Paris
Update : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, রাজশাহী গবেষণাগার আয়োজিত তিনদিন ব্যাপী “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৩” শনিবার (১৪ জানুয়ারি) সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। সভাপতিত্ব করেন বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. সেলিম খান, সিএসও। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএসআইআর এর উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা আহসানুর রাব্বি। মেলায় রাজশাহীর স্বনামধন্য স্কুল, কলেজ ও ক্লাবসহ ৫২টির বেশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী স্টল দিয়ে ৫৫টি বৈজ্ঞানিক প্রজেক্টের মাধ্যমে মেলাটিকে সুসজ্জিত করে। মেলার সমাপনী দিনে স্টল মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১ম, ২য় ও ৩য় স্টলকে বিশেষ পুরস্কার ছাড়াও প্রত্যেক স্টলকে সনদ প্রদান করা হয়। মেলায় স্টলে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে রাজশাহী কলেজিয়েট স্কুল, দ্বিতীয় স্থান শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় স্থান অধিকার কওে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও ‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান রাজশাহী কলেজিয়েট স্কুল, তৃতীয় স্থান অধিকার করে নাটোর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। ‘গ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, দ্বিতীয় স্থান অধিকার করে নিউ গভর্নমেন্ট ডিগ্রী কলেজ ও তৃতীয় স্থান অধিকার করে বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। বক্তব্য শেষে বিজয়ী প্রতিষ্ঠান সমুহের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।


আরোও অন্যান্য খবর
Paris