শীতে দগ্ধ রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে

এফএনএস
শীতে আশঙ্কাজনক হারে বাড়ছে দগ্ধ রোগীর সংখ্যা। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ৫০০ শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারির ৫টি ইউনিটই আগুনে পোড়াসহ দুর্ঘটনা কবলিত নানা রোগীতে ভর্তি। আর শীতকালে দগ্ধ রোগী অন্য সময়ের তুলনায় অনেক বেড়ে যায়। এ সময়ে পোড়া রোগীদের মাঝে শিশু ও বয়স্ক মানুষের সংখ্যা বেশি। ঢামেক বার্ণ ইউনিটে সাধারণত যাদের সার্জারি প্রয়োজন হয় না তাদের ভর্তি নেয়া হ না। সেক্ষেত্রে রোগীদের কমপক্ষে দেড় থেকে দুই মাস হাসপাতালে ভর্তি থাকতে হয়। তাতে নতুন রোগী আসতে থাকলেও জায়গা দিতে অনেক সময়ই কষ্ট হয়। আবার অনেক দূর থেকে আসা রোগীর ভর্তি না নিয়েও পারা যায় না। সেজন্য অনেক সময় রোগীদের ফ্লোরে রেখেও চিকিৎসা দিতে হয়। ঢামেক বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিট সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, শীতকাল আসলেই গ্রাম-গঞ্জে, শহর-মহল্লায় আগুন লাগার ঘটনা বেড়ে যায়। সাধারণ মানুষ আগুন জ¦ালিয়ে শীতের তীব্রতা নিবারণের চেষ্টায় থাকে। অনেকে কাবাব পার্টির আয়োজন করে, কেউ আবার গোয়ালঘরে পশুদের উষ্ণতা দিতেও জ¦ালায় আগুন। মূলত ওসব থেকেই আগুন ছড়ায়। এ সময় উত্তাপ নিতে যাওয়া মানুষের কাপড়ে আগুন লেগে দগ্ধ হওয়ার ঘটনাও অহরহ ঘটে। সূত্র জানায়, চিকিৎসার ক্ষেত্রে পোড়া রোগীদের আগে অবজারভেশনে রাখতে হয়। সার্জারি করতে হলে তাদের শরীর এনেস্থেসিয়া নিতে পারবে কিনা সেটি নিশ্চিত করতে হয়। শরীরের অন্য জায়গা থেকে চামড়া নিয়ে লাগাতে হয়, সেক্ষেত্রে ওই জায়গায় চামড়া লাগানোর অবস্থা হয়েছে কিনা সেটাও দেখতে হয়। ওসব কারণে দেখা যায় সার্জারির জন্য রোগীকে তৈরি করতে হয়। সেজন্যই পোড়া রোগীর চিকিৎসায় সময় বেশি লাগে। কারণ সবার আগে জীবন রক্ষা করতে হয়। তারপর সার্জারি। দগ্ধ রোগীদের প্রথম ৬ ঘণ্টার মাঝেই চিকিৎসা দেয়ার প্রয়োজন হয়। কিন্তু জেলা শহরগুলোতে বার্ন ইউনিট না থাকায় রোগীর হাসপাতালে আসতে আসতেই তাদের ৭-৮ ঘণ্টা পার হয়ে যায়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কারণে ঢামেক হাসপাতালে এখন চাপ অনেক কমেছে। না হয় অনেক রোগীকে ফিরে যেতে হতো। জেলা ও বিভাগীয় শহরে বার্ন ইউনিট চালু হলে দগ্ধ রোগীদের কষ্ট কমতো।
আরও খবর
- ভারতে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ১৪
- ভোটকেন্দ্রের ভেতর থেকে ককটেল উদ্ধার
- উপনির্বাচন: ৬ আসনে ভোটগ্রহণ চলছে
- প্রশিক্ষণের মাধ্যমে বৈধভাবে অভিবাসনে যেতে গমনেচ্ছুদের প্রতি আহ্বান ডিসির
- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ
- রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- সমস্যায় ধুকছে নিভৃত পল্লীর কুড়িয়াপাড়া দাখিল মাদ্রাসা
- বাগমারায় সেই কলেজ শিক্ষক আনোয়ারুলকে কারাগারে প্রেরণ
- সংসদে আওয়ামী লীগ-জাপা এমপির পাল্টাপাল্টি বক্তব্যে স্পিকারের রুলিং
- চীনে যতো খুশি সন্তান নিতে পারবে দম্পতিরা!
- আবার বাংলাদেশের পথে হাতুরাসিংহে
- মা প্রিয়াঙ্কার সঙ্গে কন্যা মালতি
- একাধিক ধাক্কা বাংলাদেশের অর্থনৈতিককে চ্যালেঞ্জিং করেছে : আইএমএফ ডিএমডি
- দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ এখন ১২তম স্থানে
- সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে : প্রধানমন্ত্রী