বাঘা সংবাদদাতা
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজশাহীর বাঘা পৌরমভার ভোট গ্রহণ। এ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতিকে ভোট করছেন। অন্য চারজন স্বতন্ত্র হিসেবে ভোট করছেন। ভোট গ্রহণের জন্য স্ব-স্ব কেন্দ্রে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ নির্বাচনে ৫ জন মেয়র, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ৩৬ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন শফল করতে বুধবার (২৮ ডিসেম্বর) ভোট গ্রহনের ইভিএম মেশিন সংশ্লিষ্ঠ কর্মকর্তা স্ব-স্ব কেন্দ্রে উপস্থিত হয়েছেন। ১১ জন প্রিজাইডিং অফিসার, ৯০ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ১৮০ জন পোলিং অফিসার ভোট গ্রহন করবেন। শান্তিপুর্ণ ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে একজন এসআই এর নেতেৃত্বে ৪ জন পুলিশ ও ১২ জন আনছার সদস্য। থাকবেন ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি। মেয়র পদে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু (নৌকা), জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী (জগ), পৌর জামায়াতের আমির সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম (নারিকেল গাছ), পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন (কম্পিউটার) এবং ইসরাফিল বিশ্বাস (মোবাইল ফোন)। পৌরসভার ৯টি ওয়ার্ডকে গুরুত্বপূর্ণ হিসাবে চিহৃত করেছেন নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটারিং অফিসার মুজিবুল আলম বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করে স্ব-স্ব কেন্দ্রে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১টি কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ৩১ হাজার ৬৬৯। এরমধ্যে পুরুষ ১৫ হাজার ৮১২ এবং নারী ১৫ হাজার ৮৫৭ জন।