বাগমারার উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে : এমপি এনামুল

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভার কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান এর পরিচালনায় উপস্থিত ছিলেন মাসিক সমন্বয় সভার প্রধান উপদেষ্টা রাজশাহী রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
সভার প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, উপজেলার উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। সমিন্বত পরিকল্পনা ছাড়া সঠিক ভাবে উন্নয়ণ সম্ভব না। যোগাযোগ, রাস্তাঘাট, বাজার সহ প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট ভাবে কাজ করা জরুরী। পরিকল্পনা বিহীন কাজ করে কোন ফল পাওয়া যাবে না। বিশেষ করে উপজেলা সদরকে যানযট মুক্ত করতে হবে। ভবানীগঞ্জ পৌরসভা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। এই পৌরসভার যানযট দূর করার পাশাপাশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করতে হবে।
ভবানীগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীর মর্যাদা পেলেও সে ভাবে উন্নয়ন হয়নি। পৌরসভার সকল উন্নয়ন করতে গেলে আগে পরিকল্পনা দরকার। সে কারনে ড্রোন দিয়ে সীমানা নির্ধারণ পূর্বক উন্নয়ন করতে হবে। নির্দিষ্ট স্থানে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। যেখানে সেখানে পণ্য বিক্রয় করা যাবে না।
প্রত্যন্ত এলাকার উন্নয়ন বিষয়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সজাগ হতে হবে। এ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় থাকা একান্ত প্রয়োজন। সমন্বয় হীনতা থাকলে গ্রামীণ উন্নয়ন সঠিক ভাবে সম্ভব হবে না। জনপ্রতিনিধিগণ সরাসরি জনগণের সেবা এবং উন্নয়নের সাথে জড়িত। প্রতিটি মাসিক সমন্বয় সভায় সকল সদস্যের উপস্থিত থাকা জরুরী বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া তিনি উপজেলার বিভিন্ন বিলে পুকুর খনন বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করা। সেই সাথে স্ব-স্ব দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম সমূহ যথা সময়ে সম্পাদনের জন্য সকল কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বাগমারা থানার ওসি (তদন্ত) তৌহিদুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, রেজাউল হক, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. মাহমুদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা প্রমুখ।
আরও খবর
- ভারতে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ১৪
- ভোটকেন্দ্রের ভেতর থেকে ককটেল উদ্ধার
- উপনির্বাচন: ৬ আসনে ভোটগ্রহণ চলছে
- প্রশিক্ষণের মাধ্যমে বৈধভাবে অভিবাসনে যেতে গমনেচ্ছুদের প্রতি আহ্বান ডিসির
- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ
- রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- সমস্যায় ধুকছে নিভৃত পল্লীর কুড়িয়াপাড়া দাখিল মাদ্রাসা
- বাগমারায় সেই কলেজ শিক্ষক আনোয়ারুলকে কারাগারে প্রেরণ
- সংসদে আওয়ামী লীগ-জাপা এমপির পাল্টাপাল্টি বক্তব্যে স্পিকারের রুলিং
- চীনে যতো খুশি সন্তান নিতে পারবে দম্পতিরা!
- আবার বাংলাদেশের পথে হাতুরাসিংহে
- মা প্রিয়াঙ্কার সঙ্গে কন্যা মালতি
- একাধিক ধাক্কা বাংলাদেশের অর্থনৈতিককে চ্যালেঞ্জিং করেছে : আইএমএফ ডিএমডি
- দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ এখন ১২তম স্থানে
- সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে : প্রধানমন্ত্রী