নিয়ামতপুরে সরিষা চাষে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছে কৃষক

নিয়ামতপুর প্রতিনিধি
আমন ধান কাটার পর শীতের শুরুতে দিগন্ত জুড়ে দেখা যায় হলুদ সরিষা ফুল। দেখে মনে হয় যেন প্রকৃতি সেজেছে হলুদের সাজে। ঋতু বৈচিত্র্যের এ বাংলায় বছরের বিভিন্ন সময় বর্ণিল রং আর অনাবিল সৌন্দর্য নিয়ে সেজে ওঠে ফসলের মাঠ। সরেজমিনে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের তিলিহারি, শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর, বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর, বরিয়া, ছাতমা এলাকায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠ। দেখে মনে হয়ে যেন হলুদ চাদরের বিছানা। এ সময় ছোট থেকে শুরু করে বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের দেখা যায় সরিষা মাঠের ছবি তুলতে। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সরিষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০ হেক্টর মেট্টিক টন। মৌসুমে সব মিলিয়ে ৫ হাজার ৫শ ৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অফিস।
এ বিষয়ে শ্রীমন্তপুর ইউনিয়নের দারাজপুর গ্রামের কৃষক একরামুল বলেন, ‘আমাদের হরিপুর বিলে পানি থাকার কারণে ধান একবার করে হয়। পানি নামার সঙ্গে সঙ্গে আমরা সরিষার আবাদ করে থাকি। এবছর ১০ বিঘা জমিতে সরিষার আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।’ একই গ্রামের কৃষক তছলিম বলেন, ‘এ বছরে ৮ বিঘা জমিতে সরিষার চাষ করেছি। সরিষার গাছ ভালো হয়েছে এবং ফুলও এসেছে ভালো। প্রতি বছর বিঘা প্রতি ৪-৫ মণ করে পেলেও এ বছর ৬ মণের অধিক সরিষা হবে।’ গুজিশহর এলাকার কৃষক রমজান বলেন, ‘বোরো ধান লাগানোর আগে খেতে সরিষা লাগানো হয়। সরিষার দাম ভালো থাকায় এ বছর ১০ বিঘা সরিষা আবাদ করেছি। ফলনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।’ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন, ‘এ মৌসুমে আবহাওয়া অনুকূলে রয়েছে। পরিবেশ ভালো থাকায় কৃষকও বেশ উৎসাহী। দাম ভালো থাকায় কৃষকেরা সরিষা চাষে আগ্রহী হচ্ছে। লক্ষ্যমাত্রা পূরণ হয়ে অতিরিক্ত উৎপাদন হবে বলে জানান তিনি।
আরও খবর
- ভারতে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ১৪
- ভোটকেন্দ্রের ভেতর থেকে ককটেল উদ্ধার
- উপনির্বাচন: ৬ আসনে ভোটগ্রহণ চলছে
- প্রশিক্ষণের মাধ্যমে বৈধভাবে অভিবাসনে যেতে গমনেচ্ছুদের প্রতি আহ্বান ডিসির
- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ
- রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- সমস্যায় ধুকছে নিভৃত পল্লীর কুড়িয়াপাড়া দাখিল মাদ্রাসা
- বাগমারায় সেই কলেজ শিক্ষক আনোয়ারুলকে কারাগারে প্রেরণ
- সংসদে আওয়ামী লীগ-জাপা এমপির পাল্টাপাল্টি বক্তব্যে স্পিকারের রুলিং
- চীনে যতো খুশি সন্তান নিতে পারবে দম্পতিরা!
- আবার বাংলাদেশের পথে হাতুরাসিংহে
- মা প্রিয়াঙ্কার সঙ্গে কন্যা মালতি
- একাধিক ধাক্কা বাংলাদেশের অর্থনৈতিককে চ্যালেঞ্জিং করেছে : আইএমএফ ডিএমডি
- দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ এখন ১২তম স্থানে
- সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে : প্রধানমন্ত্রী