মঙ্গলবার

২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

পুঠিয়ায় নন্দন সাহিত্য একাডেমি’র কম্বল বিতরণ

Reporter Name
Update : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

পুঠিয়া সংবাদদাতা
পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুঃস্থ অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছেন নন্দন সাহিত্য একাডেমি ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশ। সোমবার (২৬ ডিসেম্বর) পুঠিয়া উপজেলার দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজারো শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে কম্বল বিতরণ করেন সংগঠনটি। শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে নন্দন সাহিত্য একাডেমির সভাপতি শেখ সাইদুর রহমান বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। দিঘলকান্দি কাচারিপাড়ায় আমার জন্ম। শৈশব কালের নানা স্মৃতি মিশে রয়েছে এই গ্রামে। তাই এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এসময় উপস্থিত ছিলেন, নন্দন সাহিত্য একাডেমির সভাপতি মোঃ শেখ সাইদুর রহমান। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ জহুরুল ইসলাম (জহির), মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris