ইজিবাইক-অটোরিক্সা চালকদের প্রশিক্ষণই পারে দূর্ঘটনা কমাতে

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে দিনদিন বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন। এর সাথে পূর্ব থেকেই যোগ হয়ে আছে হাজার হাজার ইজিবাইক ও ব্যাটারি চালিত অটোরিক্সা। যার কারনে নগরীর জনগুরুত্বপূর্ণ সড়কগুলোতে বৃদ্ধি পেয়েছে নানা ভোগান্তি। কোথাও দূর্ভেদ্য ট্রাফিক জ্যাম, আবার কোথাওবা ছোট ও মাঝারি ধরনের দূর্ঘটনা। এছাড়াও রয়েছে রাস্তা পাড়াপাড়ের চরম ভোগান্তি আর ঝুঁকি।
নগরীতে চলাচলকারি ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিক্সার বেসামাল গতিবিধি আর ট্রাফিক ও সড়ক আইন অমান্য করে নগর রাস্তায় চলাফেরার বিষয়টি সর্বদাই এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ পথচারি আর হালকা যানবাহনে যাতায়াতকারি যাত্রী সাধারনের। ইজিবাইক ও অটোরিক্সার চালকদের মাঝে কখনোই লক্ষ্য করা যায়না ট্রাফিক বা সড়ক আইন মান্য সাপেক্ষে নগরীর রাস্তায় গাড়ি চালানোর বিষয়টি। যার কারনে প্রায় প্রতিদিনই নগরীর কোথাও না কোথাও ঘটেই থাকে কোন না কোন দূর্ঘটনা। চালকদের খামখেয়ালিপনা আর ট্রাফিক আইন মেনে না চলার প্রবণতার কারণে নগরীর কোথাও ঘটে ছোট আকারের; আবার কোথাওবা ঘটে মাঝারি ও বড় ধরনের সড়ক দূর্ঘটনা। বিষয়টি নিয়ে খোদ ট্রাফিক বিভাগও পড়েছেন চরম বিব্রতকর পরিস্থিতিতে বলে জানান দায়িত্ব ট্রাফিক পুলিশের অনেক সদস্য। গতকাল এমনই ছোট ও মাঝারি ধরনের বেশকিছু সড়ক দূর্ঘটনা ঘটেছে চালকদের খামখেয়ালিপনা আর ট্রাফিক আইন অমান্য করে নগর রাস্তায় গাড়ি চালানোর জন্য। গতকাল নগরীর দরিখড়বনা, শালবাগান ও শাহমখদুম থানার মোড়ে চালকদের ট্রাফিক আইন অমান্য করার কারনে এমনই ধরনের দূর্ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। নগর ট্রাফিকের ‘টিআই’ কোয়াইশি এবিষয়ে বলেন, ইজিবাইক ও অটোরিক্সা চালকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবার জন্য রাসিক কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। প্রয়োজন হলে ট্রাফিক বিভাগ ও রাসিক যৌথভাবে এই কাজটি করা যেতে পারে।
আরও খবর
- ভারতে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ১৪
- ভোটকেন্দ্রের ভেতর থেকে ককটেল উদ্ধার
- উপনির্বাচন: ৬ আসনে ভোটগ্রহণ চলছে
- প্রশিক্ষণের মাধ্যমে বৈধভাবে অভিবাসনে যেতে গমনেচ্ছুদের প্রতি আহ্বান ডিসির
- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ
- রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- সমস্যায় ধুকছে নিভৃত পল্লীর কুড়িয়াপাড়া দাখিল মাদ্রাসা
- বাগমারায় সেই কলেজ শিক্ষক আনোয়ারুলকে কারাগারে প্রেরণ
- সংসদে আওয়ামী লীগ-জাপা এমপির পাল্টাপাল্টি বক্তব্যে স্পিকারের রুলিং
- চীনে যতো খুশি সন্তান নিতে পারবে দম্পতিরা!
- আবার বাংলাদেশের পথে হাতুরাসিংহে
- মা প্রিয়াঙ্কার সঙ্গে কন্যা মালতি
- একাধিক ধাক্কা বাংলাদেশের অর্থনৈতিককে চ্যালেঞ্জিং করেছে : আইএমএফ ডিএমডি
- দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ এখন ১২তম স্থানে
- সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে : প্রধানমন্ত্রী