মঙ্গলবার

১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মান্দায় বোরোর বীজ ও সার বিতরণ উদ্বোধন

Paris
Update : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো উফসী ও হাইব্রীড জাতের ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, বিএমডিএর সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, চলতি বোরো মৌসুমে ৪০৬০ জন কৃষককে উফসী জাতের বীজ ও সার এবং ৬৮০০ জন কৃষককে হাইব্রীড জাতের বীজ দেওয়া হবে। এতে একবিঘা জমির জন্য একজন কৃষক উফসী জাতের ৫ কেজি বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। এছাড়া হাইব্রীড জাতের ২ কেজি করে বীজ পাবেন ৬৮০০ জন কৃষক।


আরোও অন্যান্য খবর
Paris