শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গ্রামীণ দৃশ্যপটের ছবি এঁকে অটিজম শিশু সাফির বিশ্বজয়

Paris
Update : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের বিশেষ চাহিদা সম্পন্ন অটিজম শিশু সোহেল রানা সাফি গ্রামীণ দৃশ্যপটের ওপর একটি ছবি এঁকে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। বিভিন্ন দেশের প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি নিয়ে সম্প্রতি অনলাইনের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়া প্রথম, দ্বিতীয় চীন এবং বাংলাদেশের অটিজম শিশু মো. সোহেল রানা সাফি তৃতীয় হয়েছে।
অটিজম শিশু সোহেল রানা সাফি জেলার সদর উপজেলার বারঘরিয়ার মো. মাইনুল ইসলামের ছেলে এবং সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ শাখার ছাত্র। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন সোহেল রানা সাফির হাতে পুরস্কারটি তুলে দেন।
সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন মিলি জানান, একই বিদ্যালয়ে তিনজন শিশুর বিভিন্ন ধরনের ছবি পাঠানো হয়েছিল। ডিপিওডি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ছবিগুলো পাঠিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়। দুই মাস আগে অংশ নেয়া প্রতিযোগিতায় সাফির আঁকা গ্রামীণ দৃশ্যের ছবিটি মনোনীত হয় এবং সাফি তথা বাংলাদেশ তৃতীয় হয়। কয়েকদিন পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দক্ষিণ কোরিয়া থেকে পুরস্কার ও সনদপত্র বাংলাদেশে পাঠানো হয়। তিনি আরও বলেন, ৬০ দেশের অংশগ্রহণে হওয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করা একটি বড় সাফল্য। এই পুরস্কার একদিকে যেমন আমাদের ও অভিভানকদেরকে উৎসাহ দিবে তেমনি বিশ্বের সামনে বাংলাদেশকে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করবে। আগামীতেও এই সাফল্য ধরে রেখে আরও ভালো করার প্রতি আগ্রহ জোগাবে এই অর্জন। অটিজম শিশু সোহেল রানা সাফির বাবা মাইনুল ইসলাম পেশায় ফলের দোকানদার। মাইনুল ইসলাম ছেলের সাফল্যের বিষয়ে বলেন, সাফি মূলত অটিজম শিশু। ঠিকমতো চলফেরাও করতে পারে না। বাড়িতে অবসর সময়ে বিভিন্ন ছবি আঁকতে ভালোবাসে। এভাবে ছবি আঁকতে আঁকতে সে এখন খুব ভালো পারদর্শী হয়ে গেছে। পরে স্কুলের ম্যাডাম একটি প্রতিযোগিতার কথা বললে সে একটি গ্রামীণ জনপদের ছবি এঁকে দেয়। পরে এই ছবিটিই দক্ষিণ কোরিয়ায় পুরস্কার পেয়েছে। তিনি আরও জানান, এই সাফল্যে আমি ও আমার পরিবার অত্যান্ত আনন্দিত। কোন প্রতিবন্ধকতায় যে সাফল্য আনতে বাধা হতে পারে না, সাফির এই সাফল্যই তার প্রমাণ। তবে সরকারের আরও সহযোগিতা পেলে আরও বড় সাফল্য অর্জন সম্ভব বলে মনে করেন তিনি। পুরস্কার প্রদানের সময় সেখানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি’র চেয়ারম্যান মো. শফিকুল ইসলামসহ অন্যান্যরা। এবিষয়ে মো. শফিকুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক নেটওয়ার্ক সংগঠন ডিজঅ্যাবল্ড পিপলস ইন্টারন্যাশনাল (ডিপিআই) সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৬০টি দেশের বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের আঁকা ছবি প্রদর্শন করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris