বৃহস্পতিবার

২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্রীন প্লাজা’র ৫ম প্রকল্পের ‘গ্রীন ছায়েরা মঞ্জিল’ এর শুভ উদ্বোধন মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের জন্য কর্মশালা অনুষ্ঠিত থাইল্যান্ডে শেখ হাসিনা লাল গালিচা সংবর্ধনা সাবধান! রাজশাহীতে নকল ফ্লেভার্ড ড্রিংকস-আইস ললি রাজশাহীতে জোরপূর্বক একাধিক ফ্ল্যাট দখলের অভিযোগ এক পুলিশ সুপারের বিরুদ্ধে বাংলাদেশ-কাতার ১০ চুক্তি সই গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ি এজাজুল হক ঝাবু গ্রেফতার রাজশাহীতে বৃষ্টির জন্য কোথাও ইসতিসকার নামাজ আদায় আবার কোথাও ব্যাঙের বিয়ে রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে প্রতারণার ক্লু ধরে শিক্ষা উপবৃত্তির টাকা আত্মসাত চক্রের মুল হোতসহ ৮ জন গ্রেফতার

দাম্পত্য জীবনে অশান্তির কারন

Paris
Update : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

এফএনএস লাইফস্টাইল: দাম্পত্যে অর্থ নিয়ে অশান্তি, তেমন অস্বাভাবিক বিষয় নয়। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অর্থসংক্রান্ত নানা বিষয়ে মতবিরোধ হয়। এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, বর্তমানে সবার জীবনেই অর্থের গুরুত্ব বেড়েছে। প্রত্যেকেরই চাহিদা বাড়ছে পাল্লা দিয়ে। আর চাহিদা মেটাতে ততটা রোজগার করাও আবশ্যক। এক্ষেত্রে ভালোবাসার প্রথম পর্যায়ে সমস্যা তেমন দেখা দেয় না। তবে সংসারের চাপ বাড়তে থাকলে দেখা দেয় দাম্পত্যে নানা সমস্যা। তাই সংসার টিকিয়ে রাখতে ও দাম্পত্য কলহ থেকে বাঁচতে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তার আগে জেনে নিন কী কী কারণে দাম্পত্যে টাকা-পয়সা নিয়ে ঝগড়া হয়-
লুকিয়ে খরচ করা : অনেকেই সঙ্গীকে লুকিয়ে বিভিন্ন খাতে টাকা খরচ করেন। যখন সঙ্গী জানতে পারেন, আপনি তাকে লুকিয়ে টাকা খরচ করছেন তখনই দেখা দেয় নানা সমস্যা। তাই আপনার যদি কোথাও খরচ করতেই হয়, অন্তত সঙ্গীকে জানিয়ে রাখুন।
অতিরিক্ত হাত খরচ : অনেকেই অতিরিক্ত হাত খরচ করেন। সেক্ষেত্রে সঙ্গী যদি এসব বিষয়ে লাগাম টানতে বলেন, আর আপনি যদি তাকে গ্রাহ্য না করেন তখন দেখা দিতে পারে সমস্যা। আসলে খরচ বেশি করলে বাজেট বাড়ে। তাই সবাইকেই নিজের খরচের উপর নজর দিতে হবে।
টাকা ধার নেওয়া : অনেকে নিজের সঙ্গীর কাছ থেকেও বিভিন্ন কারণে টাকা ধার নেন। প্রয়োজনে আপনি ধার নিতেই পারেন। তবে সেটা নিজের ভেবে যখন আর ফিরিয়ে দেন না, তখনই কলহ দেখা দিতে পারে। তাই কথা দিয়ে কথা রাখতে শিখুন। এতে সঙ্গীর কাছে আপনিই সম্মানিত হবেন।

 


আরোও অন্যান্য খবর
Paris