বৃহস্পতিবার

২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পবায় বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপনের প্রস্তুতি সভা

Paris
Update : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

পবা প্রতিনিধি
রাজশাহীর পবায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএমএন জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সোহেল রানা, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা নাজনীন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রেহেনা আক্তার প্রমুখ। উল্লেখ্য আগামী ২৩ ও ২৪ (বুধবার ও বৃহস্পতিবার) নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে দুইদিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলা অনুষ্ঠিত হবে।


আরোও অন্যান্য খবর
Paris