রবিবার

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

এসএমএস পাঠিয়ে ৫ দিন ধরে ‘নিখোঁজ’ ডা. জাকির!

Paris
Update : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার জাকির হোসেনকে (৩০) গত পাঁচ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে তার পরিবারের সদস্য ও সহকর্মীরা চিন্তিত হয়ে পড়েছেন। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জানা গেছে, গত ৮ নভেম্বর ডিউটি শেষে স্ত্রী, সহকর্মী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মোবাইল ফোনে এসএমএস পাঠানোর পর থেকে ডা. জাকির হোসেনের খোঁজ মিলছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন ফকির বলেন, ‘৮ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে কর্মরত ছিলেন ডা. জাকির। এরপর বুধবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় আমার মোবাইল ফোনে একটি এসএমএস পাঠান। এতে লেখা ছিল, তার শাশুড়ি খুবই অসুস্থ। তাকে জরুরিভাবে বাড়ি (মানিকগঞ্জে) যেতে হচ্ছে। এরপর আমি ঘুম থেকে উঠে তাকে মোবাইল করলে বন্ধ পাওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘একই ম্যাসেজ আরেক সহকর্মী ডা. মঈন উদ্দিন আহমেদকেও (সেতু) দিয়েছিলেন। এরপর গত বৃহস্পতিবার রাতে তার স্ত্রী আমাকে ফোন করে জানান, ডা. জাকিরকে দুই দিন ধরে মোবাইল ফোনে পাচ্ছেন না। তখনই আমি চিন্তায় পড়ে যাই এবং বিস্তারিত বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলি। ডা. জাকির স্ত্রীকেও এসএমএস দিয়ে জানিয়েছিলেন যে, তার মোবাইল বন্ধ থাকবে, চার্জ হচ্ছে না। তারপর রাতেই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার রাতে আমি ভাঙ্গা থানায় জিডি করি।’ ডা. জাকির হোসেনের স্ত্রী সখিনা আক্তার কলি বলেন, ‘গত ৯ নভেম্বর রাতে আমার মোবাইলে এসএমএস দিয়ে তিনি জানান, মোবাইলে চার্জ হচ্ছে না, এ কারণে বন্ধ থাকবে। এরপর তার সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেছি। কিন্তু মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজনসহ কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ করেছি, কেউ তার সন্ধান দিতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবনে থাকতাম। গত জুলাই মাস থেকে আমি সাভারে থাকি। ভাঙ্গার বাসায় আমার স্বামী একাই থাকতো।’ এ ব্যাপারে ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, ডা. জাকির হোসেনের নিখোঁজের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকির জিডি করেছেন। ডা. জাকির ভাঙ্গায় সরকারি বাসভবনে তল্লাশি করা হয়েছে। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। তার ব্যবহৃত ব্যাগটিও বাসায় রয়েছে। মোবাইল ফোন ট্র্যাক করে সন্ধানের চেষ্টা চলছে।

 


আরোও অন্যান্য খবর
Paris