মঙ্গলবার

২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

ইমরান খানের অবস্থা স্থিতিশীল

Reporter Name
Update : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বন্দুক হামলায় আহত হওয়ার পর এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত বৃহস্পতিবার ইমরান খানের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাঃ ফয়সাল সুলতান এই তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফয়সাল সুলতান বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা করানো হয়েছে ইমরান খানের। এক্স-রে ও স্ক্যানের মাধ্যেমে তার পায়ে বুলেটের টুকরা সনাক্ত করা হয়েছে এবং তার টিবিয়া হাড় কাটা পাওয়া গেছে। ফয়সাল সুলতান আরও বলেন, ইমরান খানের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সার্জন, অর্থোপেডিকস এবং অন্যান্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা প্রস্তুত আছেন। গতকাল শুক্রবার পিটিআই নেত্রী চিকিৎসক ইয়াসমিন রশিদ বলেন, ইমরানের এক পায়ে দুটি গুলি লেগেছে। পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি টুইট করে বলেছেন, দলীয় প্রধান ইমরান বর্তমানে শঙ্কামুক্ত। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরানের নেতৃত্বাধীন লংমার্চে গত বৃহস্পতিবার গুলির ঘটনা ঘটে। এই ঘটনায় ইমরান খানের পায়ে গুলি লাগে। পায়ে গুলিবিদ্ধ ইমরানকে লাহোরের শওকত খানুম হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। সূত্র : ডন, জিও নিউজ।

 


আরোও অন্যান্য খবর
Paris