শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তানোরে তিন ফসলী জমিতে এখন ৪ ফসল

Paris
Update : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

আলিফ হোসেন, তানোর
রাজশাহীর তানোরে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এক ফসলী জমিতে এখন একাধিক চারটি ফসল উৎপন্ন করছে। জানা গেছে, উপজেলায় দানাদার ও তৈলজাত শস্যের আবাদ বৃদ্ধি পাওয়ায় একফসলী জমি চারফসলী জমিতে রুপান্তরিত বা পরিণত হচ্ছে। একই জমিতে চক্রাকারে নানা জাতের উফসী ফসল আবাদ হওয়ায় দানাদার ও তৈল জাতীয় শস্যের বার্ষিক উৎপাদনও প্রায় তিন-চারগুণ বেড়েছে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, তানোরে যান্ত্রিক সেচ সুবিধা বেড়ে যাওয়ায় গত মৌসুম থেকে বিশেষ করে হরিদেবপুর, চাঁন্দুড়িয়া, কালীগঞ্জ, তালন্দ, ধানতৈড়, চাপড়া, কৃষ্ণপুরসহ অধিকাংশ এলাকায় বোরো ও রোপা আমণের সঙ্গে সামঞ্জস্য রেখে মধ্যবর্তী ফসল চাষের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এসব এলাকার উচ্চ শিক্ষিত বেকার যুবকরা কৃষি কাজে এগিয়ে আসায় হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাত ছাড়াও একই জমিতে দু’ফসলের স্থলে তিন থেকে চার ফসল আবাদ করার প্রবণতা বেড়েছে। বিশেষ করে দানাদার শস্যের সঙ্গে মিল রেখে তৈল জাতীয় ফসল বারি সরিষা ১৪ ও ১৫ জাতের আবাদ বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে তানোরে আবাদ হওয়া দানাদার ও তৈল জাতীয় ফসলের প্রায় অর্ধেকই হলো-বারি জাতের সরিষা।
এ ব্যাপারে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা ড, হাসানুল কবীর কামালী জানান, আমণ ধান কাটার পর বোরো চাষের পূর্বে স্বল্পমেয়াদী বারি ১৪ ও ১৫ জাতের সরিষা আবাদ হচ্ছে। তীব্র শীত বা ঘণ কুঁয়াশায় এ সরিষার তেমন কোন খতি হয় না। তানোরে কৃষকরা অক্টোবরের শেষ সপ্তাহে বারি জাতের সরিষা বপণ করে। মাত্র আড়াই মাসের মাথায় এ সরিষা সংগ্রহ করা হয়। হেক্টর প্রতি উৎপাদন হয় প্রায় ১৫শ’ থেকে ১৬শ’ কেজি। বারি জাতের সরিষা চাষে খুব একটা খরচ হয় না। চক্রাকারে ফসল আবাদ করায় পরিমিত সারেই পর পর একাধিক চারটি ফসল আবাদ করা হয়। তানোরের গোল্লাপাড়া গ্রামের আদর্শ কৃষক (স্বর্ণপদক প্রাপ্ত) নুরমোহাম্মদ আলী (৪৬) জানান, বারি জাতের সরিষা উত্তোলনের পর চাষীরা ওই জমিতে স্বল্পমেয়াদী ব্রি-২৮ জাতের বোরো ধান রোপণ করেন। আবার বোরো কাটার পর চাষীরা ওই জমিতে স্বল্পমেয়াদী একই জাতের পাটের আবাদ করে। আর পাট কাটার পর ওই একই জমিতে বিণা জাতের রোপা-আমণ চাষ হয়। এভাবে একই জমিতে চক্রাকারে বছরের চারটি ফসলের আবাদ করে কৃষকগণ সহজেই লাভবান হচ্ছেন। যে কারণে এলাকায় একই জমিতে একাধিক চারটি ফসল আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris