বুধবার

২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
থাইল্যান্ডে শেখ হাসিনা লাল গালিচা সংবর্ধনা সাবধান! রাজশাহীতে নকল ফ্লেভার্ড ড্রিংকস-আইস ললি রাজশাহীতে জোরপূর্বক একাধিক ফ্ল্যাট দখলের অভিযোগ এক পুলিশ সুপারের বিরুদ্ধে বাংলাদেশ-কাতার ১০ চুক্তি সই গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ি এজাজুল হক ঝাবু গ্রেফতার রাজশাহীতে বৃষ্টির জন্য কোথাও ইসতিসকার নামাজ আদায় আবার কোথাও ব্যাঙের বিয়ে রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে প্রতারণার ক্লু ধরে শিক্ষা উপবৃত্তির টাকা আত্মসাত চক্রের মুল হোতসহ ৮ জন গ্রেফতার রাজশাহীর ঢাকা বাসস্ট্যান্ডে এভারগ্রীণ’র দখল করে নির্মাণাধীণ কাউন্টার উচ্ছেদ করলো আরডিএ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার করা হলে বিশ্ব রক্ষা পেতো : প্রধানমন্ত্রী

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু আক্রান্ত ৬০ জন শিক্ষার্থী

Paris
Update : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

গত দুই সপ্তাহে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৬০ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরপরও মশা নিধনে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের। ছাত্রদের মতে কিছুদিন আগে থেকেই ফগিং কিংবা মশা নিধনে অন্য কর্মসূচি নিলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকাংশেই রোধ করা যেত। নাম প্রকাশে অনিচ্ছুক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘অনেক শিক্ষার্থী এরইমধ্যে আক্রান্ত হয়েছেন। প্রশাসনের উচিত ছিল আরও আগে থেকে ডেঙ্গু প্রতিরোধে কাজ করা। এখন ফগিং করে কোনো সুফল পাওয়া যাচ্ছে না। শেকৃবি আবাসিক হলের শিক্ষার্থীদের তথ্যমতে, ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন নবাব সিরাজ-উদ-দৌলা হলের শিক্ষার্থী। হলের টিভি রুম ও গণরুমে ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। দুই রুমে গাদাগাদি করে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী থাকেন। ১০ তলা বিশিষ্ট নবাব হলের প্রায় প্রতিটি তলায় ডেঙ্গু রোগী আছেন। কৃষকরত্ন শেখ হাসিনা হলে দু জন ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া শেরেবাংলা হলেও কয়েকজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের অনেকে বাসায় চলে যাচ্ছেন। কয়েকজন আবাসিক হলে এবং অবস্থা বেশি নাজুক হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ক্যাম্পাসে আক্রান্তের সংখ্যা ৬৫ জন হয়েছে। নবাব সিরাজ-উদ-দৌলা হলের নাজুক অবস্থা নিয়ে হলের প্রভোস্ট ড. মো. সিরাজুল ইসলাম খান বলেন, আমার হলে ছাত্র সংখ্যা সবচেয়ে বেশি। যে কারণে আক্রান্তের সংখ্যাও বেশি। আমরা নিয়মিত হল পরিষ্কার করছি। মশা নিধনে এরইমধ্যে তিনবার স্প্রে করা হয়েছে। মশা নিধনে প্রশাসন সূত্রে জানা যায়, ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে পাঁচ সদস্য বিশিষ্ট ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করা হয় এবং হলে মশা নিধনে ফগিং করা হয়। তবে এসব পদক্ষেপ এত দেরিতে নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষার্থীরা। ডেঙ্গু প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. আল সামসুল হক (সাগর) বলেন, মৌখিকভাবে আমাকে জানানো হয়েছে। আমি ডেঙ্গু প্রতিরোধ কমিটির সদস্য সচিব। তবে আমি এখনো অফিসিয়াল চিঠি পাইনি। ডেঙ্গু প্রতিরোধ কমিটির কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা ৪০ হাজার টাকা বাজেটে এক মাসের একটি ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাগুলোতে ফগিং এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবো। বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল কর্মকর্তা ডা. খন্দকার মো. শহীদুল ইসলাম বলেন, আমাদের কাছে বেশ কিছু শিক্ষার্থী জ¦র নিয়ে এসেছেন। তবে এদের মধ্যে সবাই ডেঙ্গু আক্রান্ত ছিলেন না। যারা ডেঙ্গু পজিটিভ হয়েছেন তাদের আমরা উপযুক্ত পরামর্শ দিয়েছি।


আরোও অন্যান্য খবর
Paris