শুক্রবার

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মহাদেবপুরে ১৫৪ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা

Paris
Update : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

আককাস আলী ঃ আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারীতে মহাদেবপুরে ১৫৪ টি পুজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন বেশির ভাগ মন্ডপ চলছে গেট তৈরী, প্যান্ডল সাজানো ও আলোক সজ্জার কাজ। দৃষ্টিনন্দন সাজে সাজছে মন্ডপগুলো। অন্যান্য বছরর ন্যায় এবছরও দুর্গা-উৎসবকে ঘিরে চারদিকে চলছে সাজ সাজ রব। সরেজমিনে উপজেলা সদরের কাচারীপাড়া পূজা মন্ডপে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরী ও রং করার কাজ শেষ হয়েছে। দৃষ্টিনন্দন গেট ও প্যান্ডল তৈরী করা হয়েছে। মন্ডপের ভিতর চলছে শেষ মুহূর্তের সাজ ও আলোক সজ্জার কাজ। আনন্দ ও উৎসব মুখর পরিবেশ দুর্গাপূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি চলছে। এসময় ওই মন্ডপের সাধারণ সম্পাদক শ্রী বিল্পব দাস জানান, আগামী শনিবার সকাল ৭টায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার শেষ হবে। এ সময় তিনি উপজেলাবাসীকে শারদীয় শুভেচ্ছা ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা দর্শনের আমন্ত্রণ জানিয়েছেন। একই চিত্র দেখা গেছে উপজেলা সদরের শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির, ব্রাহ্মণপাড়া, ঘোষপাড়া, মধ্য বাজার, দুলালপাড়া, শিবগঞ্জ মোড়, কায়পাড়া ও বালুকাপাড়া মন্ডপ। সংশ্লিষ্ট সূত্রে জানায়, এ উপজেলায় এ বছর জেলার সর্বাধিক ১শ’৫৪টি মন্ডপ শারদীয় দুর্গাপূজার আয়াজন করা হয়েছে। এরমধ্যে সদর ইউনিয়নে ২৩টি, হাতুর ইউনিয়নে ৮টি, খাজুর ইউনিয়নে ১৬টি, চাদাশ ইউনিয়নে ৮টি, রাইগাঁ ইউনিয়নে ১৩টি, এনায়তপুর ইউনিয়নে ১৬টি, সফাপুর ইউনিয়নে ১৭টি, উত্তরগ্রাম ইউনিয়নে ২২টি, চরাগপুর ইউনিয়নে ১৫টি ও ভীমপুর ইউনিয়নে ১৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ ব্যাপার পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার মন্ডল জানান, উপজেলায় এ বছর ১শ’ ৫৪ টি মন্ডপ শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আনদ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন মন্ডপগুলাতে প্রস্তুতি সম্পন হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেছাসেবক কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এসময় তিনি নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সকলের আন্তরিক সহযাগিতা কামনা করেন। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, নিরাপত্তা নিশ্চিত মন্ডপগুলাতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। থানা পুলিশের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। এরই মধ্যে পুলিশের একাধিক টিম মন্ডপগুলোতে পরিদর্শন করেছেন। পুলিশের পাশাপাশি মন্ডপগুলোতে আনসার সদস্য মাতায়ন থাকব। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত পুলিশ ও আইন-শৃংখলা বাহিনীর অন্যান্য সদস্যরা সার্বক্ষণিক মাঠে থাকবেন বলেও জানান তিনি।

 


আরোও অন্যান্য খবর
Paris