রবিবার

২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

বঙ্গবন্ধু সেতুতে ট্রাক উল্টে গাছের গুঁড়ি রেললাইনে

Reporter Name
Update : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ট্রাক উল্টে রেললাইনের ওপর পড়েছে গাছের গুঁড়ি। গত শনিবার রাত ১১টার দিকে সেতুর ২১ নাম্বার পিলারের কাছে ট্রাকটি উল্টে যায়। অল্প সময়ের মধ্যে গুঁড়িসহ ট্রাকটি উদ্ধার করে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ। এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে রেল সংশ্লিষ্টরা। গতকাল রোববার সকালে সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১১টার দিকে ট্রাকে থাকা গাছের গুঁড়িগুলো বঙ্গবন্ধু সেতুর রেল লাইনের ওপরে গিয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছের গুঁড়িগুলো সরিয়ে ফেলা হয়। তবে এতে কোনো ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। ট্রাকটিতে ক্ষমতার চেয়ে অধিক মালামাল বহন করায় এমনটা ঘটে।


আরোও অন্যান্য খবর
Paris